শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের বিশ্বকাপ জিততেই হবে: পিসিবি চেয়ারম্যান 

পিসিবি চেয়ারম্যান 

স্পোর্টস ডেস্ক: গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান দাপট দেখালেও সেমিফাইনালে অনেকটা অপ্রত্যাশিত ভাবেই অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বাবর আযমের দল।  গ্রুপ পর্বে ভারতকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবেই জাহির করেছিলো পাকিস্তান। তবে এবার যে কোন মূল্যেই হোক পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ডন

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা চার দলের একটি হলেও পাকিস্তানকে দুর্ভাবনায় ফেলতে পারে ভঙ্গুর মিডল অর্ডার। বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি ভাঙলেই বিপাকে পড়তে হয় তাদের। যার প্রমাণ মিলেছে সর্বশেষ এশিয়া কাপে। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে নিজেদের মেলে ধরতে পারছেন না ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর মতো মিডল অর্ডার ব্যাটাররা। ক্রিকফ্রেঞ্জি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও মিলেছে এমন প্রমাণ। রিজওয়ান একাই ৮৮ রান করলেও বাকি কোন ব্যাটারই তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। এদিকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন পরীক্ষাই দিতে হবে পাকিস্তান।

তাদের গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুই দল। তবে এসব ছাপিয়ে রমিজের ভাবনায় কেবলই শিরোপা জয়। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, তিনি পাকিস্তানকে হারতে দেখতে পছন্দ করেন না।

জিও টিভিকে দেওয়া সাক্ষাতকারে রমিজ বলেছেন, আমি আমার দলকে বলেছি যে আমাদের (শিরোপা) জিততেই হবে। বিষয়টা খুব সহজ, কারণ মানুষ আমাদের সবসময় জিততে দেখতে চায়। তাই, তারা হেরে গেলে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি হারতে অপছন্দ করি। পাকিস্তানকে হারতে দেখলে আমার চারপাশের লোকজনকে মারতে ইচ্ছা করে। দর্শক হিসেবে আমি আসলে ভালো নই। (দল হারলে) আমি সবার প্রতি রূঢ় আচরণ করি, এ কারণে বাড়িতে আমাকে বকা শুনতেও হয়। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়