শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৬ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফজয়ী মেয়েদের ফুটবলে সহযোগিতার করতে চায় দক্ষিণ কোরিয়া

বাফুফে সভাপতির সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক: প্রশংসা ও পুরস্কারের বন্যায় ভেসে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েরা পেল আরেকটি সুখবর। মেয়েদের ফুটবলের উন্নতিতে সহযোগিতা করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া।

রোববার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। সেখানে দুটি দেশের ফুটবলে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বিডিনিউজ 

কাঠমানান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতে গত বুধবার দেশে ফেরে গোলাম রব্বানী ছোটনের দল।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, প্রথমত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসতে পেরে আমি খুশি। এখানে আসার সময়টাও হয়েছে দারুণ, নারীরা সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে। শিরোপা জয়ের জন্য বাংলাদেশের মানুষ এবং ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানাতে চাই। গুরুত্বপূর্ণ এই বার্তাটি দিতে আমি এসেছি।

দ্বিতীয়ত, দুটি দেশ ও দেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরির জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ উপায়। বাংলাদেশ ও কোরিয়া দুটি দেশ বিভিন্ন বিষয় নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, বিশেষ করে মেয়েদের ফুটবল নিয়ে আমরা একসঙ্গে পথ চলতে পারি, পরস্পরকে আরও জানতে পারি, পরস্পরের কাছ থেকে শিখতে পারি-এগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তৃতীয়ত, আগামী বছর কোরিয়া ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপণের ৫০ বছর পূরণ করবে। নিশ্চিতভাবে এ উপলক্ষে অনেক ইভেন্ট হবে, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে। আমি এ বিষয়গুলো নিয়েও বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করেছি। মেয়েদের ফুটবলে দক্ষিণ কোরিয়া এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি। তিনবার বিশ্বকাপও খেলেছে তারা। অন্যদিকে, বাংলাদেশ এবারই প্রথম জিতেছে মুকুট। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়