শিরোনাম
◈ মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সাময়িক স্থগিত, বার্ষিক পরীক্ষা কাল থেকে ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান ◈ শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ ◈ বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের ◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :  প্রথমা‌র্ধে দারুণ খে‌লে‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা। ত‌বে দ্বিতীয়া‌র্ধে সু‌বিধা কর‌তে পা‌রে‌নি।
ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। সফরকারীদের জয়ে গোল ২টি করেছেন সেভিঞ্জ জাফারজাদে ও মানিয়া ইসরা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন মারিয়া মান্ডা।

উয়েফা সদস্যভুক্ত দেশ আজারবাইজান। র‌্যাঙ্কিংয়েও ৩০ ধাপ এগিয়ে। শক্তিমত্তায় কিংবা অভিজ্ঞতায় বাংলাদেশ তাই যোজন যোজন পিছিয়েই বলা চলে। তবে প্রথমার্ধে দারুণ লড়াই জমিয়ে তুলেছিল লাল সবুজরা। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ার পর মারিয়ার চোখধাঁধানো গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল স্বাগতিকরা। --- সময়‌নিউজ

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা।  বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস পেনাল্টি এরিয়ায় পেয়ে হেডে জালে জড়ান আজারবাইজান অধিনায়ক সেভিঞ্জ জাফারজাদে। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি লাল সবুজদের।
 
৩৩তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া হলেও পরের মিনিটেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। বক্সে মনিকা চাকমার নিচু শট এগিয়ে এসে আজারবাইজান গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর কর্নার পায় বাংলাদেশ। সুযোগ পেয়ে আক্ষেপ মিটিয়ে নেয় লাল সবুজরা। স্বপ্নার ক্রস গোলমুখে আজারবাইজানের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। এক ড্রপ খেয়ে বল চলে যান মারিয়া মান্ডার কাছে। ডান পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে অগাছালো আক্রমণ চলে দুদলের। ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে লিড তুলে নেয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ক্রস নেন ঋতুপর্ণা। 

পেনাল্টি এরিয়ায় সে ক্রস পেয়ে হেড নেন মনিকা। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় বল লক্ষ্যে রাখতে পারেননি। ম্যাচের বাকি সময়ে আধিপত্য দেখায় আজারবাইজান। একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত সাফল্যের দেখাও পায় তারা। ৬১তম মিনিটে বক্সে আজারবাইজানকে রুখে দেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিম। ৭৩তম মিনিটে রূপনার কল্যাণে আরও একবার রক্ষা পায় লাল সবুজরা।

৮৪তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি রূপনা। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে ক্রস নেন অকার ইয়েলিজ। পেনাল্টি এরিয়ার কাছে ফাঁকায় সে বল পেয়ে নিঁখুত শটে জালে জড়ান মানিয়া ইসরা। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা ৪ মিনিটেও আর কোনো ব্যবধান গড়তে পারেনি ঋতুপর্ণারা।  তাতে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আজারবাইজান।

অস্ট্রেলিয়ায় আগামী বছরের এশিয়ান কাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। লড়াই করলেও টুর্নামেন্টের দুটি ম্যাচই হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর আজ আজারবাইজানের বিপক্ষে হারলো ২-১ ব্যবধানে। এশিয়ান কাপের আগে শিষ্যদের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বলে অবশ্য ফলটা গুরুত্বপূর্ণ নয় কোচ পিটার বাটলারের কাছে। র‌্যাঙ্কিং তুলনায় শক্তিশালী দুদলের বিপক্ষে মনিকা-আফঈদাদের লড়াইয়ে সন্তুষ্টই থাকার কথা ইংলিশ কোচের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়