স্পোর্টস ডেস্ক : বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। তার আগে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে ৭০ লাখ টাকায় লিটন দাসকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
জাতীয় দলের অধিনায়ক ছাড়াও সাবেক চ্যাম্পিয়ন দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ দেশীয় ক্রিকেটার। -- টি স্পোর্টস
প্রথমবারের মতো রংপুরে যোগ দেওয়া লিটন আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শেষে জানালেন নিজের অনুভূতি। জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার বলেন, নরমালি বিপিএলে যখন নামটা শুনি তখন কয়েকটা টিমের মধ্যে রংপুর রাইডার্স ওয়ান অব দ্য বেষ্ট। রংপুরের ক্রিকেট চিন্তাধারা সবকিছু আগানো।
রংপুরকে শিরোপা জেতানোর প্রত্যায় ব্যক্ত করে তিনি বলেন, গ্যারান্টি দিতে পারবো না শিরোপার বিষয়ে। এটা কেউই দিতে পারবে না।
আমরা চেষ্টা করবে সেরা খেলা উপহার দিতে। আমরা ব্রাঞ্চ অব প্লেয়ার যারা আছি, তারা যদি বেস্ট ক্রিকেট খেলি তাহলে সম্ভব।