স্পোর্টস ডেস্ক : ফুটবলের মতো উম্মাদনা আর্জেন্টিনা- ব্রাজিলের ক্রিকেটে তেমনটা দেখা যায় না। তবে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে আর্জেন্টিনা।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে গিয়েছিল ব্রাজিল। তবে তাদের সফরটা সুখকর হয়নি। সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে ব্রাজিল। বাকি ৩ ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।
রোববার একই দিনে মাঠে গড়ায় সিরিজের শেষ দুই ম্যাচ। আগেই একটি ম্যাচ জেতা আর্জেন্টিনা চতুর্থ ম্যাচেও তুলে নেয় জয়। বুয়েন্স আইরেসে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৪৪ রানে হারায় আর্জেন্টিনা।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে স্বাগতিকরা। দলটির হয়ে ৪৬ রানের ইনিংস খেলেন টমাস রসসি। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৯ রানে গুটিয়ে যায় ব্রাজিল।
শেষ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে আর্জেন্টিনা। এরপরই শুরু হয় বৃষ্টি। যার কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি ব্রাজিল। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।