শিরোনাম
◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে ফেলে পালালো নবজাতককে

আজিজুল হক(বেনাপোল): যশোরের বেনাপোলে সীমান্তের একটি বাশ বাগানে ফেলে রেখে যাওয়া এক  নবজাকতক পুত্র সন্তান উদ্ধার করেছে গ্রামবাসীরা। নবজাতকটি বর্তমানে সুস্থ্য আছে। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে অর্থ সহয়তা ও পরমর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান। 

বুধবার (১২ নভেম্বর) ভোরে বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামের ২২ নাম্বার গোডাউনের পিছনের  একটি বাশ বাগান থেকে নবজাতকটি উদ্ধার করেন বড়আঁচড়া গ্রামের ছিদ্দিকের স্ত্রী নুরজাহান বেগম।  বর্তমানে নবজাতকটি তাদের হেফাজতে আছে।

উদ্ধারকারী নারী জানান, তার বাড়ির পাশে বাশ বাগানে  গভীর রাতে বিড়ালের মত ডাকের শব্দ শুনতে পায়। ভোরে বাগানে গিয়ে দেখেন মাটিতে সম্ভবত একজন মানসিক ভরসাম্যহীন নারীর পাশে রক্তাত্ব অবস্থায় ভুমিষ্ট হওয়া শিশুটি পড়ে আছে। গ্রামবাসীকে দেখতে পেয়ে ঐ রানী পালিয়ে যান। পরে শিশুটি উদ্ধার করে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। সন্তানটিকে তারা মানুষ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান এই নারী।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাজী নাজিব হাসান জানান,  সন্তানটিকে মানুষ করতে ইচ্ছে প্রকাশ করেছেন যিনি সন্তানটিকে উদ্ধার করেছেন। চিকিৎসা পরমর্শ ও অর্থনৈতিক সহযোগীতা করা হয়েছে। আপাতত নবজাতকটি উদ্ধারকারী নারির হেফাজতে আছে। তার মাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। 

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মানিক  কুমার সাহা  জানান, নবজাতক উদ্ধারে  বিষয়টি তাদের অবগত করেছেন উদ্ধারকারী পরিবারটি। 

এদিকে নবজাতক পাওয়ার খবর শুনে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন নুরজাহানের বাড়িতে। একজন মানসিক ভারসাম্যহীন নারীর সাথে এমন আচারন নিয়েও দুঃখ প্রকাশ করেন সচেতন মানুষেরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়