স্পোর্টস ডেস্ক : পর্তুগীজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি এক ভিডিওতে ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। যেটাকে নিজের শেষ আসর বলছেন পর্তুগিজ তারকা।
২৫ বছরের ফুটবল ক্যারিয়ারেরও দ্রুত ইতি টানবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই মুহূর্তটা উপভোগ করছি। আমি গোল করছি, দ্রুত এবং তীক্ষ্ণ বোধ করছি।
তবে আমি দ্রতই অবসর নেব...১০ বছরের মধ্যে! না, মজা করলাম। আমি সত্যি দ্রুত অবসরে যাব...গত ২৫ বছরে ফুটবলের জন্য সব করেছি এবং ফুটবলকে সবকিছু দিয়েছি। সম্ভবত এক বা দুই বছরের মধ্যে অবসর নেব... এটা নিশ্চিত, এটাই (২০২৬ ফিফা বিশ্বকাপ) হবে আমার শেষ বিশ্বকাপ। --- সময়নিউজ
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক ও সর্বোচ্চ ম্যাচ খেলা রোনালদো তার ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। কেবল জেতা হয়নি ফিফা বিশ্বকাপের ট্রফি।
২০২৬ আসরে সে আক্ষেপ পূরণ করেই বিদায় নিতে চাইবেন তিনি, তাতে কোনো সন্দেহ নেই। পেশাদার ফুটবল ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ৪৭ গোল দূরে তিনি। সেটা পূরণ করেই হয়তো সমাপ্তি টানবেন ফুটবল ক্যারিয়ারের।