বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সভা শেষে চূড়ান্ত পাঁচ দলের নাম ঘোষণা করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরকে দল দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, রাজশাহী থেকে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দল চেয়েছিল। মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রাম দেওয়া হয়েছে টাইএঙ্গেল স্পোর্টসকে, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।
বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের মালিকানা প্রতিষ্ঠান মাইন্ড ট্রি এবারও দল নিতে আবেদন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা দল পায়নি। বরিশাল থেকে দল নিতে আবেদন করেছিল আকাশবাড়ী হলিডেজ। শেষ পর্যন্ত তারাও ফ্র্যাঞ্চাইজি পায়নি।
বিপিএলের দল নিতে ১১টি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছিল। এর মধ্যে ৩টি ফ্র্যাঞ্চাইজি বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়ে যায়। টিকে থাকা আট প্রতিষ্ঠান থেকে পাঁচটিকে চূড়ান্ত করেছে বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শর্ত পূরণ করতে না পারা সাপেক্ষে খেলোয়াড় ড্রাফটের সময় চারটা দলও যদি হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে বলেও জানানো হয়েছে।
বিসিবি আর্থিক বিষয়ে কঠোর থেকেই আসন্ন বিপিএল আয়োজন করতে চায়। এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের শেষ ভাগে বিপিএল শুরু করতে চান তারা।