নিজস্ব প্রতিবেদক : নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের যাত্রাটা শুরু হয়েছিলো পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড দলকে কাঁদিয়ে হেরেছে। তৃতীয় ম্যাচে হএল পানি পায়নি বাংলাদেশ দল। সহজেই হেরে যায় নিউজিল্যান্ডের কাছে।
তবে চতুর্থ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম করলেও শ্বাসরুদ্ধকর ম্যাচটি হেরে যায় মাত্র ৩ উইকেটে।
এবার তাদের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা তিন হারের পর জয়ের খোঁজে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের বিশাখাপত্নমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অপরদিকে, সমান ম্যাচে মাত্র এক জয়ে ছয়ে অবস্থান করছে বাংলাদেশ।
আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এরপর টানা হারে দিশেহারা বাংলাদেশের মেয়েরা। অজিদের বিপক্ষে হারলে সেমিফাইনালের রেস থেকে অনেকটাই ছিটকে যাবে টাইগ্রেসরা। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই স্বর্ণাদের সামনে।