শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলো না রাজনৈতিক দলগুলো ◈ লিভারপুল‌কে হা‌রি‌য়ে নি‌জেদের হাজারতম ম‌্যাচ স্মরণীয় ক‌রে রাখ‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি  ◈ আদানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার ◈ বার্সেলোনার দারুণ জয়, লেভান‌দোভ‌স্কির হ‌্যাট‌ট্রিক ◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউ‌নি‌খের জা‌লে বা‌র্সেলোনা নারী দ‌লের ৭ গোল 

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের রানার্স-আপ বা‌র্সেলোনা ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের অভিযান দারুণভাবেই শুরু করলো । মঙ্গলবার (৭ অ‌ক্টোবর) রাতে বায়ার্ন মিউনিখকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। 

ইউরোপ সেরার প্রতিযোগিতায় এক এক করে বাভারিয়ানদের জালে সাতবার বল পাঠিয়ে ‘সেভেন আপ’ পূর্ণ করল বার্সা।
ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ৭-১ গোলে জিতেছে বার্সেলোনা নারী দল। জোড়া গোল করেন এভা পায়োর ও ক্লাউদিয়া পিনা। একবার করে জালের দেখা পান আলেক্সিয়া পুতেলাস, সালমা পারালুয়েলা ও এসমে ব্রাগটস। 

চার মিনিটেই প্রথম গোল পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের তিনবারের চ্যাম্পিয়ন বার্সা।  বায়ার্নের জালের বাঁ দিকের কোণায় দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলেক্সিয়া পুতেলাস। মিনিট সাতেক পরই ব্যবধান ২-০ করা গোলটি আসে এভা পায়োরের নৈপুণ্যে।

রক্ষণ সামলাতে হিমশিম খাওয়া বায়ার্ন কিছুটা সময় খানিকটা গুছিয়ে উঠে। যদিও গোলের সুযোগই তৈরি করতে পারছিল না সফরকারীরা। এরই মধ্যে গোল উৎসবে মেতে ওঠা বার্সা ২৭ মিনিটে তিন নম্বর গোলটি পেয়ে যায়। ডাচ ফরোয়ার্ড এসমে ব্রাগ্টস স্কোরলাইন ৩-০ করেন।

পাঁচ মিনিট পর ক্লারা বুহলের গোলে ব্যবধান কমায় বায়ার্ন। কিন্তু বিরতির ঠিক আগে সালমা পারালুয়েলো গোলে আবারও লিড বাড়িয়ে নেয় বার্সা।

দ্বিতীয়ার্ধের গল্পও প্রায় একই। একের পর এক আক্রমণে বায়ার্নকে নাজেহাল করে ছাড়ে আইতানা বোনমাতির দল। ৫৬ মিনিটে পায়োর দ্বিতীয় গোলের পর বদলি হিসেবে নামা ক্লাউদিয়া পিনা মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান ৭-১ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়