শিরোনাম
◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল, সহসভাপতি শাখাওয়াত-ফারুক

বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি গত মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। এবার পরিচালকদের ভোটে তিন বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার। 

এছাড়া পরিচালকদের ভোটে সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিসিবির সভাপতি বুলবুলের (ক্রিকেট পর্যটন বিষয়ক) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শাখাওয়াত একজন পর্যটন খাত বিশেষজ্ঞ।

বিসিবির সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি হয়ে গত মে মাসে দায়িত্ব হারান। গুঞ্জন ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির সহসভাপতির দায়িত্ব পাবেন। তার জায়গায় চমক হয়ে এসেছে শাখাওয়াতের নাম। 

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিকেল চারটা পর্যন্ত পরিচালক পদের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সহসভাপতি পদের ভোট হয়। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি নির্বাচনের দায়িত্বে থাকা কমিশন। 

এর আগে বুলবুল ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক নির্বাচিত হন। ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক হয়েছেন। 

সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দু’জন পরিচালক হয়েছেন। মোট ২৫ পরিচালক সভাপতি ও সহসভাপতি পদে মনোনয়ন নেওয়াদের ভোট দেন। সভাপতি পদে বুলবুলের কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়