শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

২০২৬ বিশ্বকাপের বল 'ট্রাইওন্ডা' প্রকাশ্যে, নতুন কী কী বিশেষত্ব রয়েছে এই ব‌লে?

স্পোর্টস ডেস্ক : প্রকাশ্যে এল আগামী ফিফা বিশ্বকাপের বল। নিউ ইয়র্কের ব্রুকলিন পার্কে উদ্বোধন হল ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের। বলটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। নতুন এই বলের রয়েছে একাধিক বিশেষত্ব রয়েছে নতুন বলটির।

জার্মানির য়ুরগেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইটালির দেল পিয়েরো, স্পেনের জ়াভি এবং ফ্রান্সের জিনেদিন জিদান— পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার একসঙ্গে উদ্বোধন করলেন আগামী বিশ্বকাপের বল। জিদানের হাতে ছিল ‘ট্রাইওন্ডা’। বাকিরা যে বছর বিশ্বকাপ জিতেছিলেন, সেই বছরের বল ছিল তাঁদের হাতে। বলটি তৈরি করেছে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। এই নিয়ে টানা ১৫ বার বিশ্বকাপের বল তৈরি করল সংস্থাটি। উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করছে সংস্থাটি। -- আনন্দবাজার

নতুন বল উদ্বোধনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘‘২০২৬ সালের বিশ্বকাপের বলের নকশায় তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোকে তুলে ধরা হয়েছে।’’ ‘ট্রাই’ শব্দের অর্থ তিন এবং ‘ওন্ডা’ শব্দের অর্থ ঢেউ। ২০২৬ বিশ্বকাপের বলে ব্যবহার করা হয়েছে তিনটি রং। লাল রঙের নীল রঙের অর্থ আমেরিকা, অর্থ কানাডা এবং সবুজ রঙের অর্থ মেক্সিকো। নাম এবং তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে আগামী বিশ্বকাপের তিন আয়োজক দেশকে। এ ছাড়াও বলে রয়েছে তিন দেশের প্রতীক আমেরিকার তারা, কানাডার ম্যাপল এবং মেক্সিকোর ঈগল।

বলে রয়েছেন বিশ্বকাপের লোগো। এ বারের বলে লোগোগুলি এমন ভাবে খোদাই করা হয়েছে, তাতে গোলরক্ষকদের বল ধরতে কোনও সমস্যা হবে না। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। রয়েছে সেন্সর। ভার-এর সঠিক তথ্য দেওয়া যাবে। এর ফলে অফসাইড, গোল বা হ্যান্ডবলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে সহজে এবং কম সময়ে। ভার-এর সময়ও কম লাগবে আগের থেকে।

আগামী বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ জুলাই। এ বারই প্রথম একসঙ্গে তিনটি দেশ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করবে। প্রথম বার অংশগ্রহণ করবে ৪৮টি দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়