স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বোর্ড পরিচালকদের নিয়ে তিনটি বোর্ড সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল।
তৃতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, হাই পারফরম্যান্স ফর অল প্রোগ্রামের অধীনে বিসিবি অ্যাওয়ার্ড নাইট চালু করবেন তারা। বিভিন্ন গণমাধ্যমের খবর, আসন্ন সেপ্টেম্বরেই আয়োজিত হতে যাচ্ছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট। -- ডেইলি ক্রিকেট
সবশেষ ২০০৬ সালে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বিসিবি। এরপর আর নানা কারণে সেটি চালিয়ে যেতে পারেনি বোর্ড। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে আবারও দেখা যাবে এই পুরস্কার বিতরণী।
আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। তার আগেই বিসিবি অ্যাওয়ার্ড নাইট আয়োজন করতে চায়।
ইতোমধ্যে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনাও চলছে তাদের। আয়োজনে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিসিবিতে প্রেজেন্টেশনও দিয়েছে।
যদি কোনো কারণে আগামী সেপ্টেম্বরে এই আয়োজন না করা যায়, সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে ডিসেম্বর পর্যন্ত।
গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি বুলবুল বলেছিলেন, ‘হাই পারফরম্যান্স ফর অল প্রোগ্রামের অধীনে ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তাদের মনোবল-আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব। সেটা এক বছরের জন্য না, চার-পাঁচ বছর চালিয়ে রাখার জন্য পরিকল্পনা করবো।