শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণের মামলা: মির্জা ফখরুল, আব্বাসসহ ৬৫ জনের অব্যাহতি ◈ শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি, যা বললেন তিনি (ভিডিও) ◈ নতুন নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে  ◈ 'তুমি আমার কেমন বাবা যে নিজের সন্তানকে একটু জড়ায়ে ধরতেও পারো না' ◈ একুশে আগস্ট গ্রেনেড হামলা: রাষ্ট্রপক্ষের আপিলের রায় ৪ সেপ্টেম্বর ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, পরিস্থিতি থমথমে (ভিডিও) ◈ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: ১৬ জনের বিচার শুরুর আদেশ, রাজসাক্ষী হতে চান সাবেক এসআই ◈ ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন ◈ বাংলাদেশের জন্য যে কারণে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে চীনের কুনমিং শহর ◈ এবার জুয়া কাণ্ড নিয়ে যা বললেন অপু বিশ্বাস!

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

স্পোর্টস ডেস্ক : বি‌শিষ্ট ব‌্যবসায়ী মাহবুব আনাম দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নানা ভূমিকায় লম্বা সময় দেশের ক্রিকেট নিয়ে কাজ করার পর বিসিবি থেকে সরে যাচ্ছেন তিনি। বিসিবির আগামী নির্বাচনে অংশ নিতে অনাগ্রহী মাহবুব আনাম।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র। -- ক্রিক‌ফ্রেঞ্জি

বিসিবির সবশেষ নির্বাচনে নির্বাচিত হয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন মাহবুব আনাম। সরকার পরিবর্তনের পর বেশিরভাগ পরিচালকই গা ঢাকা দিয়েছেন। খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুসরা পদত্যাগ করেছেন। তবে আকরাম খান, ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহাদের মতো তিনিও দায়িত্ব চালিয়ে যান বিসিবিতে।

চলতি বছরের জানুয়ারিতে গ্রাউন্ডস কমিটির সঙ্গে হাই পারফরম্যান্স এবং টেন্ডার ও পারচেজ কমিটির দায়িত্বও পান মাহবুব আনাম। এ ছাড়া কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও হয়েছেন মোহামেডানের সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পেয়েই বিপিএলকে নতুন করে গোছানোর চেষ্টায় আছেন তিনি।

চলতি বছরের অক্টোবরে হওয়ার কথা রয়েছে বিসিবির আগামী নির্বাচন। যদিও সেটা এখনো চূড়ান্ত নয়। পরবর্তী নির্বাচন শেষে আগামীতে যারা বোর্ড সভাপতির দায়িত্ব পেতে পারেন তাদের অন্যতম একজন মাহবুব আনাম। 

এমন গুঞ্জন থাকলেও বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করতে না চাওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে।

বোর্ডে থাকাকালীন প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে। বিশেষ করে গ্রাউন্ডসের মানের উন্নতি না হওয়ায় বিস্তর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডের বাইরে তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ সামনে আসায় বিসিবির নির্বাচনে অংশ নেবেন না বলেই ধারণা করা হচ্ছে। ২০১৯ সালে মাহবুব আনামকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। এ ছাড়া পরের বছর দুদক তাকে জিজ্ঞাসাবাদও করেছিল।

১৯৮৫ সালে খেলা ছাড়ার পর মোহামেডানের প্রতিনিধি হিসেবে সিসিডিএমের সদস্য হয়েছিলেন মাহবুব আনাম। পরবর্তীতে ২০০১ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হোন। 

সবশেষ কয়েক বছরে কাজ করছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে। একটা সময় বিসিবির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়