নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানকে দ্বিপাক্ষীক ক্রিকেটে পরস্পরের মুখোমুখি হতে দেখা যায় না, আবার বহুজাতী ক্রিকেটও তারা বয়কট করে থাকে, এবার দুই দেশকে লড়তে দেখা যাবে ছোটদের ফুবল
টুর্নামেন্টে,
দক্ষিণ এশিয়ার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যা টুর্নামেন্টের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
১৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় চলবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। রোববার (২০ জুলাই) ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের ড্র।
এবারের আসরে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। ড্র অনুযায়ী, স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ ও নেপাল।
অপরদিকে ‘বি’ গ্রুপে চারটি দল—ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। ফলে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হবে।
সাবেক ফলাফলের ভিত্তিতে দলগুলো চারটি পটে ভাগ করে ড্র আয়োজন করা হয়। স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কা ও সর্বশেষ চ্যাম্পিয়ন ভারত ছিল প্রথম পটে। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশকে প্রথমে তোলা হলে তারা পড়ে ‘এ’ গ্রুপে, স্বাভাবিকভাবেই পাকিস্তান যায় ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে। তৃতীয় পট থেকে নেপাল যায় ‘এ’ গ্রুপে এবং ভুটান পড়ে ‘বি’তে। শেষ পটের একমাত্র দল মালদ্বীপও যায় ‘বি’ গ্রুপে, ফলে এই গ্রুপে হয় চারটি দল।
গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে তিনটি ও ‘বি’ গ্রুপে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।