শিরোনাম
◈ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি? ◈ গডফাদার’ মন্তব্য ঘিরে উত্তেজনা: চকরিয়ায় এনসিপির বিরুদ্ধে বিএনপির তীব্র প্রতিক্রিয়া (ভিডিও) ◈ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল ◈ চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা: সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের ◈ অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না: মাহফুজ আলম ◈ জামায়াত আমির এখন কেমন আছেন? ◈ নতুন অস্ত্র? আকাশ থেকে কয়েক কোটি ভয়ানক মাছি ছাড়বে যুক্তরাষ্ট্র! (ভিডিও) ◈ ঢাকায় এসিসির সভা ভার‌তের স‌ঙ্গে বর্জন কর‌লো শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও ওমান ◈ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই: পরওয়ার ◈ গ্লোবাল সুপার লি‌গের ফাইনা‌লে গায়ানার কা‌ছে হে‌রে গে‌লো রংপুর রাইডা‌র্স

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট ও রাগবি বিশ্বকাপে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন রাইলি নর্টন

স্পোর্টস ডেস্ক : তারকা ক্রিকেটার রাই‌লি নর্টন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। বাইশ গজের সেই বোলিং অলরাউন্ডারের পরের ছবিটা রাগবির মাঠে দাপুটে পারফরম্যান্সের। 

প্রোটিয়াদের যুব রাগবি দলের অধিনায়কত্ব নিয়ে ২০২৫ বিশ্ব রাগবি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দাপাচ্ছেন রাইলি নর্টন। যমুনা‌নিউজ

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ দলে নর্টনের অভিষেক হয় ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। প্রতিপক্ষ ছিল ভারত ও আফগানিস্তান। এরপর প্রোটিয়াদের মাটিতেই বসে ২০২৪ যুব বিশ্বকাপের আসর। সেমিফাইনাল থেকে বাদ পড়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সেই দলে খেলেছিলেন অলরাউন্ডার রাইলি নর্টন। সতীর্থ লুয়ান-দ্রে প্রিটোরিয়াস আর কেনা মাফাকার জাতীয় দলে অভিষেক হলেও, নর্টন হাঁটছেন ভিন্ন পথে।

এবারের অনূর্ধ্ব-২০ রাগবি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলাই উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জেতার পর সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আফ্রিকানরা। আর প্রোটিয়াদের সেই দলটির নেতৃত্বে আছেন রাইলি নর্টন।

ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতালির ভেনিতোয় এ ম্যাচ জিতলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে দক্ষিণ আফ্রিকা। রাগবি ট্রফি উঁচিয়ে ধরে নতুন স্বপ্নের পথে একধাপ এগিয়ে যাবেন ১৯ বছর বয়সী রাইলি নর্টন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আন্তর্জাতিক রাগবি দলে নাম লেখানোর নজির পুরনো নয়। তবে নিজের দেশকে দুই ইভেন্টের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা দুর্লভ ঘটনা। নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন ২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেট এবং ১৯৯৯ রাগবি বিশ্বকাপ দুটিতেই খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার রাইলি নর্টনের সামনেও সেই একই সুযোগ। বাইশগজের স্বপ্ন দূরে সরে গেলেও, রাগবি মাঠে চ্যাম্পিয়ন হয়ে নতুন স্বপ্ন ছুঁয়ে দেখার অপেক্ষায় রাইলি নর্টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়