স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফর এক বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছে ভারত। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যগ দিতেও ঢাকায় আসছে না বিসিসিআই। ভারতের সাথে ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য সভা বর্জন করছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমান। -- ডেইলি ক্রিকেট
পাকিস্তানের সাথে রাজনৈতিক কারণে লম্বা সময় ক্রিকেট মাঠের পরিবেশও অস্থির ভারতের। এবার বাংলাদেশের সাথেও যেনো সে পথই অবলম্বন করছে দেশটি। ঢাকায় এসিসির সভা বর্জনের খবর প্রকাশ ভারতীয় সংবাদ মাধ্যমই।
এক যুগের বেশি সময় ধরে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত। এমনকি পাকিস্তানের মাটিতে আইসিসি ও এসিসি ইভেন্টেও অংশ নেয়না দলটি। রাজনৈতিক কারণেই দুই দেশের এমন শীতল সম্পর্ক।
ভারত এবার অনেকটা সে পথে হাঁটছে বাংলাদেশের ক্ষেত্রেও। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে। অগাস্টে টাইগার মুল্লুকে এসে সিরিজ খেলার কথা থাকলেও সেটা বাতিল করেছে।
বাংলাদেশের সাথে বসতেও যেনো আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের। এইতো দিন কয়েক পর ২৪ জুলাই ঢাকায় বসতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা।
এবারই প্রথম এমন কিছু আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। কিন্তু বেঁকে বসেছে ভারত। তারা এসিসির সভাপতি মহসিন নাকভিকে ভেন্যু বদলের অনুরোধ করেছিলো। কিন্তু মিলেনি সাড়া।
২৭ টি দেশ এসিসির সদস্য। তবে ভারতে অনুষ্ঠিতব্য সভায় ভারতের সাথে থাকছে না আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমান। আর এতে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়েও বাড়তে পারে জটিলতা।
তবে দিন শেষে রাজনৈতিক পটভূমিকে কেন্দ্র করে ভারতের বাংলাদেশ বর্জনের ব্যাপারটা ভবিষ্যতের জন্যেও নেতিবাচক সংকেত।