স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের মায়ামি মঙ্গলবার (১৭ জুলাই) রাতে ম্যাক্স সিক্সটিতে নিজেদের প্রথম দুই ম্যাচে মাঠে নামে। গ্লোবাল সুপার লিগ শেষ করে আজই মায়ামির দলে যোগ দেয়ায় প্রথম ম্যাচে ছিলেন না সাকিব। টাইগার অলরাউন্ডারকে ছাড়া সেই ম্যাচে বোকা রাটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি মায়ামি।
উদ্বোধনী ম্যাচে মায়ামিকে ৩২ রানে হারায় ট্রেইলব্লেজার্স। দলটির দেয়া ১১৩ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৮০ রানে থামে মায়ামি।
দ্বিতীয় ম্যাচে মায়ামির হারের ব্যবধান ছিল ৯ রানের। ফ্লোরিডা লায়নসের বিপক্ষে এই ম্যাচে শুরুতে বোলিং করে মায়ামি। সাকিবের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ফ্লোরিডা ১০৭ রানের বেশি করতে পারেনি। ২ ওভার বোলিং করে ১৯ রানে ২ উইকেট নেন সাকিব। দুটি ক্যাচ নেয়ার পাশাপাশি একটি রান আউটও করেছেন তিনি।
ব্যাটিংয়ে ওপেনিং করেছেন সাকিব। ১ ছক্কা ও ১ চারে ৮ বলে ১৩ রান করেছেন সাবেক টাইগার অধিনায়ক। ইনিংসের দ্বিতীয় ওভারে ডেমার জনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
সাকিবের ব্যাটে ভালো শুরু পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৮ রানে অলআউট হয় মায়ামি। ১৩ বলে ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সিহান জয়সুরিয়া। তবে অন্যপ্রান্তে কেউ সঙ্গ দিতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লঙ্কান এই অলরাউন্ডারকে। তথ্যসূত্র, সময়নিউজ