শিরোনাম
◈ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের ◈ বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী ◈ ফোন ট্র্যাকিংসহ যেসব বিষয়ে 'কথা বলা যাচ্ছে না' (ভিডিও) ◈ সোহরাওয়ার্দীতে জামায়াতের ইতিহাসের প্রথম একক সমাবেশ, মানতে হবে যেসব নির্দেশনা ◈ গোপালগঞ্জে কারফিউ শিথিল, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি ◈ সেপ্টেম্বরে নেপা‌লের বিরু‌দ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, হামজা ও সামিতকে দ‌লে পাওয়ার সম্ভাবনা কম ◈ জুলাই যোদ্ধা নারীরা নতুন যুদ্ধের মুখোমুখি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কি‌বের দুবাই ক‌্যা‌পিটালস‌কে হা‌রি‌য়ে গ্লোবাল সুপার লি‌গের ফাইনা‌লে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের জয়যাত্রা চলছেই। এবার নুরুল হাসান সোহানের দলের শিকার সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। রংপুরের এটি টানা তিন জয়। আর তাতেই টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রাখলো তিস্তা পাড়ের দলটি। 

আগে ব্যাট করে ১৫৮ রান সংগ্রহ করেছিল রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানে থামে দুবাই। রংপুর পায় ৮ রানের জয়। -- ডেই‌লি ক্রিকেট

গায়ানায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সোহান। তবে রংপুরের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই ইবরাহিম জাদরানের উইকেট হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে আরেক ওপেনার সৌম্য সরকার করেছেন দারুণ ব্যাটিং। ২৮ বলে ৪ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেছেন রংপুর ওপেনার।

ইফতেখার আহমেদ খেলেছেন ৩২ বলে ৪১ রানের ইনিংস। এছাড়াও ১৮ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সোহান। সাকিব আল হাসান ৪ ওভারে ১৬ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দুবাই। তবে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নদের ম্যাচে রাখেন সাদিকুল্লাহ আতাল ও সঞ্জয় কৃষ্ণমুর্তি। দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩৮ ও ২৭ রান।

সাকিব তেমন কিছু করতে পারেননি। ৭ বলে করেছেন ৩ রান তবে দুবাইকে ম্যাচে রাখেন কায়েস আহমেদ। ৮ বলে ১৮ রানের ক্যামিও খেলে দুবাইকে স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। তবে শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারেননি ডমিনিক ড্রিকস।

রংপুরের হয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সাইফ হাসান। দুটি উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়