শিরোনাম
◈ আরেকটি লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে: সোহরাওয়ার্দীতে জামায়াত আমিরের ঘোষণা ◈ বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন জামায়াত আমির (ভিডিও) ◈ বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না : আব্দুল্লাহ তাহের ◈ গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে, সতর্ক করলেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১০ বছর ধরে খেলছি, জ‌য়ের ব‌্যাপা‌রে বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন দাস

স্পোর্টস ডেস্ক :টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর কেউই ভাবেননি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সেই ভাবনা আরও প্রবল হয়েছে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ানোর পর শেষ ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তার! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। এবার সিরিজ শেষে লিটন জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টির ফলাফলই তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে সিরিজ জয়ে। যেকোনো দিন ৮৩ রানের জয় টি-টোয়েন্টিতে অনেক বড় অর্জন বলেও মনে করেন তিনি। -- ক্রিক‌ফ্রেঞ্জি

লিটন বলেছেন, 'দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা বদলে যায়, চাঙ্গা হয়ে ওঠে সবাই। আর দ্বিতীয় টি-টোয়েন্টিটা দেখেন একটা বড় ব্যবধানে জেতা। যেকোনো দিনে আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে একটা অনেক বড়। 

আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভিতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা।'

আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় লিটন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলেছিলেন ৫০ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস। ফর্মহীনতায় ভুগতে থাকা লিটনকে এই ইনিংসটি স্বস্তি ফিরিয়েছে। সিরিজ নিশ্চিতের ম্যাচ ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস খেলেছেন লিটন। 

জানিয়েছেন গত ১০ বছরেই আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না তার।

তিনি বলেন, 'বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি বিশ্বাসের কখনোই কমতি ছিল না। তাই আমার মনে হয় এক তো হচ্ছে খুদা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে\ পারি। আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার দ্বিতীয় টি-টোয়েন্টিটা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়