শিরোনাম
◈ সোহরাওয়ার্দীতে জামায়াতের ইতিহাসের প্রথম একক সমাবেশ, মানতে হবে যেসব নির্দেশনা ◈ গোপালগঞ্জে কারফিউ শিথিল, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি ◈ সেপ্টেম্বরে নেপা‌লের বিরু‌দ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, হামজা ও সামিতকে দ‌লে পাওয়ার সম্ভাবনা কম ◈ জুলাই যোদ্ধা নারীরা নতুন যুদ্ধের মুখোমুখি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১০ বছর ধরে খেলছি, জ‌য়ের ব‌্যাপা‌রে বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন দাস

স্পোর্টস ডেস্ক :টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর কেউই ভাবেননি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সেই ভাবনা আরও প্রবল হয়েছে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ানোর পর শেষ ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তার! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। এবার সিরিজ শেষে লিটন জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টির ফলাফলই তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে সিরিজ জয়ে। যেকোনো দিন ৮৩ রানের জয় টি-টোয়েন্টিতে অনেক বড় অর্জন বলেও মনে করেন তিনি। -- ক্রিক‌ফ্রেঞ্জি

লিটন বলেছেন, 'দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা বদলে যায়, চাঙ্গা হয়ে ওঠে সবাই। আর দ্বিতীয় টি-টোয়েন্টিটা দেখেন একটা বড় ব্যবধানে জেতা। যেকোনো দিনে আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে একটা অনেক বড়। 

আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভিতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা।'

আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় লিটন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলেছিলেন ৫০ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস। ফর্মহীনতায় ভুগতে থাকা লিটনকে এই ইনিংসটি স্বস্তি ফিরিয়েছে। সিরিজ নিশ্চিতের ম্যাচ ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস খেলেছেন লিটন। 

জানিয়েছেন গত ১০ বছরেই আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না তার।

তিনি বলেন, 'বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি বিশ্বাসের কখনোই কমতি ছিল না। তাই আমার মনে হয় এক তো হচ্ছে খুদা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে\ পারি। আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার দ্বিতীয় টি-টোয়েন্টিটা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়