শিরোনাম
◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয় ◈ ১১ মাস ধরে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক, বেনাপোলে বাণিজ্যে স্থবিরতা ◈ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের আদেশ সারা দেশে স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক ◈ ১০০ বছর বয়সেও কর্মচঞ্চল মাহাথির: দীর্ঘায়ুর ৬টি অভ্যাস জানালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুবাই ক‌্যা‌পিটাল‌সের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নে‌বেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : কথা ছিল গ্লোবাল সুপার লি‌গে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে রংপুর স্কোয়াড ঘোষণা করলেও ছিল না সাকিবের নাম। তখন ধারণা করা হচ্ছিল, জিএসএলে বুঝি দেখা যাবে না টাইগার এ অলরাউন্ডারকে।

সাকিবকে দেখা যাবে জিএসএলে, তবে রংপুরের হয়ে নয়। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। কেশব মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা।

আগামী ১০ জুলাই মাঠে গড়াবে জিএসএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। তারাও এবারের আসরের অংশগ্রহণ করবে। তাই সাকিবকে সতীর্থ হিসেবে পাওয়ার গুঞ্জন থাকলেও নুরুল হাসান সোহানরা পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে।

 অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। তবে সবশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ফিরেছেন টাইগার এ অলরাউন্ডার। তবে এরপর আর প্রতিযোগিতামুলক ম্যাচে সাকিবকে দেখা যায়নি।

কয়েকদিন আগেই সিপিএলে নাম লিখিয়েছেন সাকিব। অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকন্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। দেশটির ম্যাক্স সিক্সটি টি-টেন লিগেও দল পেয়েছেন তিনি।

জাতীয় দল থেকে অনেকটা নির্বাসিত সাকিব। অনেকদিন ধরেই জাতীয় দলে নেই টাইগার এ অলরাউন্ডার। দেশেও আসতে পারছেন না তিনি। যার কারণে ব্যস্ততা কমেছে সাকিবের। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। তাতেই ব্যস্ততা বেড়েছে সাকিবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়