শিরোনাম
◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয় ◈ ১১ মাস ধরে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক, বেনাপোলে বাণিজ্যে স্থবিরতা ◈ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের আদেশ সারা দেশে স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টার মায়া‌মি ৪-১ গো‌লে ম‌ন্ট্রিয়াল‌কে হারা‌লো, মে‌সির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেই আলো ছড়ালো ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোলে মন্ট্রিয়ালের বিপক্ষে বড় জয় তুলে নিলো তারা।

রোববার (৬ জুলাই) এমএলএসের ম্যাচে মন্ট্রিয়ালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি।

বাজে এক হারে ক্লাব বিশ্বকাপ পর্ব শেষ হয়েছে মায়ামির। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। অবশ্য উয়েফা চ্যাম্পিয়ন্সলিগ জয়ী দলের বিপক্ষে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশাও করা যেত না। তবে কিছুটা আক্ষেপে পুড়িয়েছিলেন আর্জেন্টাইন তারকা। সাবেক ক্লাবের বিপক্ষে কোনো আলোই ছড়াতে পারেননি তিনি। সে আক্ষেপ তিনি অবশ্য ঘোচালেন এমএলএসে ফিরে। যেখানে দলের চার গোলের মধ্যে তিন গোলেই অবদান তার।

সাপুতো স্টেডিয়ামে ৫৮ শতাংশ সময় বল দখলে রেখে এদিন ১৫টি শট নেয় মায়ামি। যার ১০টিই ছিল গোলমুখে। বিপরীতে মন্ট্রিয়ালের নেয়া ১৩ শটের ৮টি ছিল গোলমুখে। এদিন বড় জয় পেলেও শুরুতে গোল হজম করে মায়ামি। সেটাও আবার মেসির ভুলে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে সতীর্থদের কাছে ব্যাকপাস পাস দেন মেসি। কিন্তু নিজেদের ডি-বক্সের বাইরে মেসির বাড়ানো বল পেয়ে যান প্রতিপক্ষেরই স্ট্রাইকার প্রিন্স ওইউসু। এরপর যা হওয়ার কথা, তা-ই হলো। ওয়ান অন ওয়ান পজিশনে বক্সে ঢুকে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করে গোল আদায় করে নেন ওইউসু।

দলকে বিপদে ফেলার পর উদ্ধারেও উদগ্রীব হয়ে উঠেন মেসি। তবে একের পর এক চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না। অবশেষে ৩৩তম মিনিটে তার বাড়ানো পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক কোণাকোণির শটে জালে জড়ান তাদেও আলেন্দে। এর সাত মিনিট পর দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাকানো শটে গোল আদায় করে নেন আর্জেন্টাইন তারকা।
 
৬০তম মিনিটে আলেন্দের পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান বাড়ান তেলাস্কো সেগোভিয়া। এক মিনিট পর ফের মেসির ঝলক। বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের এ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়