স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের দুই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করল শাহরুখ খানের নাইট রাইডার্স পরিবার! মহম্মদ আমির এবং উসমান তারিককে সই করিয়েছে শাহরুখের দল।
আইপিএলে তিনি শুধু কলকাতা নাইট রাইডার্সের মালিকই নন, দলের সবচেয়ে বড় চিয়ারলিডারও। তিনি মাঠে থাকা মানে নাইট তারকারা বাড়তি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তিনি, শাহরুখ কিংগ খান। -- এবিপি
বলিউডের বাদশা আইপিএলে কেকেআর দলের মালিক। যে দল তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। একটা সময় শাহরুখের দল কেকেআরের হয়ে আইপিএলে খেলে গিয়েছেন শোয়েব আখতার, উমর গুল, সলমন বাট, মহম্মদ হাফিজের মতো পাক তারকা। পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম দীর্ঘদিন ছিলেন কেকেআরের বোলিং কোচ।
ফের একবার শাহরুখের দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের দুই ক্রিকেটারকে! যে খবরে বেশ হইচই পড়ে গিয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে আইপিএলেও পাক ক্রিকেটারদের খেলা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। যে কারণে শুধু কেকেআর কেন, কোনও দলেই পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দেখা যায় না।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারতের অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি আরও জটিল। পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ দেশের মাটিতে ছাড়া আর ক্রিকেটই খেলে না ভারত।
অথচ পাকিস্তানের দুই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করল শাহরুখ খানের নাইট রাইডার্স পরিবার! মহম্মদ আমির এবং উসমান তারিককে সই করিয়েছে শাহরুখের দল।
তবে কেকেআর নয়, ক্যারিবিয়াবন প্রিমিয়ার লিগের দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে দুই পাক ক্রিকেটারকে। যে দলের মালিকানাও শাহরুখ খানের।
সিপিএলে চারবারের চ্যাম্পিয়ন ত্রিনিবাগো নাইট রাইডার্স। তাদের হয়ে এবার খেলতে দেখা যাবে পেসার আমির ও অফস্পিনার তারিককে।
যদিও বর্তমান আবহে পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাহরুখের দল সই করানোয় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কেউ আবার কড়া সমালোচনা করেছেন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির।