শিরোনাম
◈ চলচ্চিত্রের কিংবদন্তি জনপ্রিয় তামিল অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই ◈ পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে হত্যাচেষ্টা, এবার রুখে দিল জনতা ও পুলিশ ◈ সোহাগ হত্যাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চলছে, সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠনের ঘোষণা: মির্জা ফখরুল ◈ আমেরিকা বিহীন ইসরায়েল শূন্য, যুদ্ধ থেকেও উদ্ধার করেছে ডোনাল্ড ট্রাম্প ◈ বি‌বি‌সি বাংলা‌কে সিই‌সি,  অনিয়ম বন্ধে রিটার্নিং ও প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে ◈ প্রধান উপদেষ্টা গণভবনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ পিএসজিকে হা‌রি‌য়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি ◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয়

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ১১:২৩ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: স্টেডিয়ামে দর্শকদের জন্য বাফুফের কড়াকড়ি নির্দেশনা

এশিয়ান কাপ বাছাই পর্বে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর  মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচ মাঠে বসে দেখতে দর্শকদের আগ্রহ কম নয়। সোমবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দর্শকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে।

এর মধ্যে দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খোলা হবে। দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায়।

আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি প্রবণতা থাকে। আবার অনেক সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন। তাদের জন্য দুঃসংবাদ। টিকিট না পাওয়া দর্শকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। তবে টিকিট না পাওয়া দর্শকদের জন্য ঢাকা শহরের রবীন্দ্র সরোবরসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে ফেডারেশন।

বাফুফের দেওয়া নির্দেশনা: টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনও অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেনে যান চলাচল করবে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত ৯টায়। দুপুর থেকে রাত পর্যন্ত গ্যালারিতে দর্শকদের জন্য খাবার কিংবা পানীয় কেনার সুযোগ থাকবে কিনা তা বাফুফে থেকে জানানো হয়নি। ম্যাচের আগে জেফারসহ অন্য যারা গান গাইবেন তাদের নির্দিষ্ট সূচিও বলা হয়নি।

এই প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমকে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়