শিরোনাম
◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করে ন কুমিল্লা গরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল? ◈ ক্লাব বিশ্বকাপ ফুটব‌লের উ‌দ্বোধনী ম‌্যা‌চে জয় পে‌লো না কো‌নো দলই

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক :উ‌য়েফা নেশন্স লি‌গের শ্বাসরুদ্ধকর ফাইনা‌লে স্পেন ও পর্তুগা‌লের নির্ধারিত সম‌য়ের খেলা শেষ হয় ২-২ গো‌লে। খেলা অতিরিক্ত সময়ে গড়ালেও ফলাফল একই থা‌কে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে শেষ হাসি হেসেছে পর্তুগাল। স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবার নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তাতে প্রথম দল হিসেবে দুটি নেশন্স লিগ জয়ের কীর্তি গড়েছে পর্তুগাল।
২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। একটি লুজ বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে পর্তুগালের জালে জড়িয়ে দেন মার্টন জুবিমেন্দি।

২৬ মিনিটেই গোলটি পরিশোধ করে দেন নুনো মেন্ডেজ। পেদ্রো নেতোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাম প্রান্ত থেকে জোরালে এক শট কাঁপিয়ে দেয় স্পেনের জাল। কয়েকজন ডিফেন্ডার চেষ্টা করেও থামাতে পারেনি মেন্ডেজকে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে স্পেন এগিয়ে যায়। এবার গোল করেন মিকেল ওইয়ারজাবাল। ডান পাশ থেকে বলের জোগান দেন লামিনে ইয়ামাল। বল পেয়ে যান পেদ্রি। তিনি আলতো করে ঠেলে দিলে ওইয়ারজাবাল দারুণ এক শটে সেটিকে জড়িয়ে দেন পর্তুগালের জালে।

৬০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। পরের মিনিটে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। যা ছিল তার ১৩৮তম আন্তর্জাতিক গোল। তার পর খেলা শুটআউটে গড়ালে পর্তুগাল নির্ধারিত ৫টি স্পট কিকেই জাল কাঁপিয়েছে। শুধু ফরোয়ার্ড আলভারো মোরাতার মিসে কপাল পুড়েছে স্পেনের। লো রোহাদের এগিয়ে থাকার স্বস্তিটা দ্বিতীয়ার্ধে কেড়ে নেন পর্তুগিজ অধিনায়ক।

বলা যায় ম্যাচের ভাগ্যটাই নির্ধারণ করে দেন সুযোগ সন্ধানী এক গোলে। ৬১ মিনিটে মেন্ডেসের দিক বদলে যাওয়া ক্রস থেকে ক্লোজ রেঞ্জে ভলিতে জাল কাঁপাতে ভুল করেননি তিনি। ফলে খেলা শেষ হয় ২-২ গোলে।

চ্যাম্পিয়নশিপ নির্ধারণে ম্যাচটি গড়ালো টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করল পর্তুগাল। আর স্পেন অধিনায়ক আলভারো মোরাতার শট ঠেকিয়ে দিয়ে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা হয়ে গেলেন শেষ মুহূর্তের নায়ক। রুবেন নেভেস ৫ম শটটি স্পেনের জালে জড়িয়ে দিতেই বিজয়ের উল্লাসে মেতে ওঠেন পর্তুগিজ ফু্টবলাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়