শিরোনাম
◈ নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং ◈ গাজীপুরে রেললাইনের ওপর ট্রাক বিকল, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ চলচ্চিত্রের কিংবদন্তি জনপ্রিয় তামিল অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই ◈ পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে হত্যাচেষ্টা, এবার রুখে দিল জনতা ও পুলিশ ◈ সোহাগ হত্যাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চলছে, সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠনের ঘোষণা: মির্জা ফখরুল ◈ আমেরিকা বিহীন ইসরায়েল শূন্য, যুদ্ধ থেকেও উদ্ধার করেছে ডোনাল্ড ট্রাম্প ◈ বি‌বি‌সি বাংলা‌কে সিই‌সি,  অনিয়ম বন্ধে রিটার্নিং ও প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে ◈ প্রধান উপদেষ্টা গণভবনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ পিএসজিকে হা‌রি‌য়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১১:২২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স

শিরোপা জয়-পরাজয়ের দৃষ্টিকোন থেকে ম্যাচটাকে দেখলে মনে হবে হয়তো এর গুরুত্ব নেই; কিন্তু ফ্রান্স এবং জার্মানির মত দুটি দল যখন মুখোমুখি হবে, তখন নিশ্চিত অর্থেই সে ম্যাচটি মর্যাদার।

উয়েফা নেশন্স লিগের তৃতীয়স্থান নির্ধারণী এই মর্যাদার লড়াইয়ে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ফ্রান্স। স্টুর্টগার্টের এমএইচপি এরেনায় পুরো মাচটি ছিল যেন কিলিয়ান এমবাপেময়। একটি গোল নিজে করলেন, আরেকটি করালেন। এছাড়া আরও বেশ কয়েকটি গোল জার্মানির গোলরক্ষক মার্ক অ্যান্ডার টের স্টেগানের দৃঢ়তায় হয়নি।

মোটকথা জার্মানি বনাম এমবাপেই খেলা হয়েছে যেন এমএইচপি এরেনায়। ফ্রান্সের দেজিরে দুয়ো কিংবা কোলো মুয়ানি ও মার্কাস থুরামরাও অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন।

প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকে গিয়ে, ম্যাচের ৮৪তম মিনিটে জার্মানির ডিফেন্সের ভুলে বল পেয়ে যান এমবাপে। সামনে শুধু গোলরক্ষক। বল নিয়ে এগিয়ে গিয়ে নিজে শট না নিয়ে শেষ মুহূর্তে পাস দেন মিকায়েল ওলিসের কাছে। পায়ের আলতো ছোঁয়ায় ওলিসে বল জড়িয়ে দেন জার্মানদের জালে।

এর আগে ১০-১৫ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপের দুটি গোলের চেষ্টা রুখে দেন স্টেগান। অসাধারন শট নিয়েছিলেন এমবাপে; কিন্তু গোল পেতে ব্যর্থ হন। ফ্রান্স জার্মানির পোস্ট লক্ষ্যে ৮টি শট নেয়। কাজে লাগে ২টি। জার্মানি ৬টি শট নিয়েছিল। কোনোটিই কাজে লাগাতে পারেনি।

মূলত ফ্রান্সের ডিফেন্স ছিল খুব শক্তিশালী। তাদের সব প্রচেষ্টা ফ্রান্সের ডিফেন্সের সামনে এসে নস্যাৎ হয়ে যেতো। দু-একটি ডিফেন্স পার করলেও ফ্রান্স গোলরক্ষক মাইক ম্যাইগনানের সামনে এসে থমকে গেছে। তবে একবার ফ্রান্সের জালে বল জড়িয়েছিলেন ডেনিজ উনদাভ। কিন্তু গোল করার আগে ফাউলের কারণে ভিএআর দেখে রেফারি সেটিকে বাতিল ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়