শিরোনাম
◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী ◈ এনসিপি নেতার ৭ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল, নেতার দাবি অনুদান!

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেটে আবার ফিরছে সৌরভ-রাইট যুগ

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলে প্রত্যাবর্তন আদ্রিয়ান লে রক্সের। দক্ষিণ আফ্রিকান স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ এর আগেও ভারতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন জন রাইট এবং অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সেই সময় তাঁর সবে ভারতীয় দলে অভিষেক হয়েছিল।
২০০২ থেকে ২০০৩ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব ছিল আদ্রিয়ানের কাঁধে। সেই সময় দলের ক্রিকেটারদের ফিটনেস বৃদ্ধি করার দিকে নজর দিয়েছিলেন তিনি। এ বার আদ্রিয়ানকে আবার ফিরিয়ে আনা হচ্ছে একই লক্ষ্যে। কিছু দিন আগে সোহম দেসাইকে ছেঁটে ফেলেছিল ভারত। সেই জায়গায় আদ্রিয়ানকে নিল বিসিসিআই।

আইপিএলে পঞ্জাব কিংসের দলে ছিলেন আদ্রিয়ান। ফাইনালে হেরে যায় তাঁর দল। তার পরেই আদ্রিয়ানকে ভারতীয় দলে নেওয়ার তোড়জোড় শুরু হয়। নতুন দায়িত্ব নিয়ে আদ্রিয়ান বলেন, “পঞ্জাবের সঙ্গে ছ’বছরের সম্পর্ক শেষ হল। এই বছর আমরা ফাইনালে উঠেছি। একটুর জন্য জিততে পারিনি। তার জন্য দুঃখ রয়েছে। তবে দারুণ একটা সময় কাটিয়েছি। এ বার ভারতীয় দলে নতুন ভূমিকায় যোগ দিতে চলেছি। পঞ্জাব কিংস সঠিক লোকের হাতে আছে। আমি তাতেই খুশি। আবার দেখা হবে।

আদ্রিয়ান একজন স্পোর্টস বিজ্ঞানী। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসাবে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। আইপিএলে পঞ্জাব কিংস ছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত কেকেআরে ছিলেন আদ্রিয়ান। গম্ভীরের নেতৃত্বে সেই সময় দু’বার আইপিএল জিতেছিল কেকেআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়