শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ০৭ জুন, ২০২৫, ০৯:৩৫ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

উজবেকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এশিয়ার দুই দেশ উজবেকিস্তান ও জর্ডান। এছাড়াও একাদশ বারের মতো মূলপর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে উজবেকিস্তান। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এই গ্রুপ থেকে গত মার্চে মূলপর্ব নিশ্চিত করে ইরান। --  অলআউট স্পোর্টস

একই দিন ‘বি’ গ্রুপে ইরাককে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার। ২০০২ আসরের সেমি-ফাইনালে খেলা দেশটি ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। এই গ্রুপ থেকে দিনের আরেক ম্যাচে ওমানকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে নিজেদের জায়গা পাকাপোক্ত করে জর্ডান। দুই নম্বরে থাকা দলটির পয়েন্ট ১৬।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় প্রথমবারের মতো ৪৮টি দলকে নিয়ে বিশ্বকাপ হবে। স্বাগতিক তিন দেশের বাইরে বাছাইপর্ব পেরিয়ে এখন পর্যন্ত মূলপর্ব নিশ্চিত করেছে ৭টি দল।

গত মার্চে এশিয়া অঞ্চল থেকে বিশ্বের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে জাপান। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে মূলপর্বে পা রাখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ১৬ বছর পর বিশ্বকাপের মূলপর্বের টিকিট পায় নিউ জিল্যান্ড।

এখন পর্যন্ত ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে কোনো দলের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়নি। ৪৮ দলের টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬টি দল সুযোগ পাবে ইউরোপ থেকে। ৯টি দল আসবে আফ্রিকা থেকে। ৮টি দল খেলবে এশিয়া থেকে। স্বাগতিক তিন দেশসহ মোট ৬টি দল মূলপর্বের টিকিট পাবে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান (কনকাকাফ) অঞ্চল থেকে। ৬টি দল আসবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে। ১টি দল সুযোগ পাবে ওশেনিয়া থেকে। বাকি ২টি দল সুযোগ পাবে আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো:

স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা

এশিয়া: জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জর্ডান

ওশেনিয়া:  নিউ জিল্যান্ড

দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়