শিরোনাম
◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন ◈ শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার ◈ রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: শেষ ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। স্বর্ণা আক্তারের প্রথম বলে ডাবল নিতে গিয়ে রান আউট আর্লেন কেলি। তবে স্ট্রাইকপ্রান্তে থাকা লরা ডিলানি আইরিশদের বিপদে পড়তে দেননি। স্বর্ণার পরের চার বল থেকে ১৪ রান তুলে জয় নিশ্চিত করেন তিনি। আর তাতেই নিশ্চিত হয় আয়ারল্যান্ডের কাছে টাইগ্রেসদের হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজে নিগার সুলতানা জ্যোতির দলের কাছে ধবলধোলাই হওয়ার প্রতিশোধ দারুণভাবে নিল আয়ারল্যান্ড। - ডেইলি ক্রিকেট

সিলেটে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন দুই টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি।

১২ বলে ১২ রান করে মুর্শিদা ফিরলেও বাংলাদেশকে বিপদে পড়তে দেননি শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা। দুজনের জুটিতে ওঠে ৫৮ বলে ৭১ রান। সুপ্তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৪ রান। ৪৩ বলে ৪৫ রান করে ফেরেন সোবহানা। এরপরের ব্যাটাররা কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

আয়ারল্যান্ডের হয়ে ৪টি উইকেট শিকার করেছেন ওরলা পিন্ডারগাস্ট। দুটি উইকেট নিয়েছেন অ্যামি ম্যাগুয়ার।
রান তাড়ায় আয়ারল্যান্ডকে ভালো শুরু এনে দেন অ্যামি হান্টার ও গ্যাবি লুইস। তাদের দুজনের ৫৫ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। ২৪ বলে ২৮ রান করেছেন হান্টার। লুইসের ব্যাট থেকে এসেছে সমান বলে ২১ রান। পরে বাকি কাজটুকু সারেন ডিলানি। ৩১ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২২ বলে ১৯ রান করেছেন রেবেকা স্টোকেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়