শিরোনাম
◈ যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকত তার নাম কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ ◈ যে চেয়ারে বসে আছেন, দয়া করে তার প্রতি ন্যায়বিচার করুন: মোদীকে দিল্লির শাহী ইমাম ◈ রাজধানীর বাজারে হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কী? ◈ অভিনব প্রতিবাদ: টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা ◈ পাকিস্তানিদের গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাড় দিলো বাংলাদেশ, তীব্র প্রতিক্রিয়া ভারতের ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও) ◈ সৌদি আরব সরকারের নতুন আইন, সুফল পাবে প্রসাসীরা ◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় ◈ ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১১:১২ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দুই চার মেরে মাঠেই লুটিয়ে পড়লেন ইমরান প্যাটেল, হাসপাতালে মৃত্যু

স্পোর্টস ডেস্ক: লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ দল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে মুখোমুখি হয়েছিল। বুধবার (২৭ নভেম্বর) মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার মেরে এই ওপেনার দলকে পৌঁছে দেন ৪৫ রানে।

কিন্তু কে জানতো, পরপর দুই বলে চার মারা ইমরানের খুব কাছেই তখন অপেক্ষা করছিল মৃত্যু। টানা দুই চারের পর মাঠের বাইরে থাকা সতীর্থরা যখন আনন্দিত, মাঠে থাকা প্যাটেল অসুস্থ বোধ করতে শুরু করেন।

অসুস্থতা না কমায় প্যাটেল আম্পায়ারকে গিয়ে জানান, তার ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও নেন তিনি। আম্পায়ার তাকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন।

কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন প্যাটেল। এ সময় দৌঁড়ে সাহায্যের জন্য এগিয়ে যান অন্য খেলোয়াড়রা। এরপর জরুরিভিত্তিতে প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অনেক চেষ্টার পরও আর বাঁচানো যায়নি তাকে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অন্যলোকে পাড়ি জমান ছত্রপতি সম্ভাবজিনগরের উদীয়মান এই ক্রিকেটার।

প্যাটেলের মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচ। এখনও স্কোরকার্ডে তার নামের পাশে লেখা ১৮ বলে ৩ চারে অপরাজিত ২২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়