শিরোনাম

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন গফের বিদায়

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনে বড় মাপের খেলোয়াড়দের পতনের তালিকা লম্বা হচ্ছে। এবার তাতে যুক্ত হলো কোকো গফের নাম। বছরের শেষ গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

ভুলে ভরা ম্যাচ খেলে হারতে হয়েছে গতবারের নারী একক চ্যাম্পিয়নকে। এমা নাভারোর বিপক্ষে ১৯ ডাবল ফল্ট ও ৬০ আনফোর্সড এররের মাশুল গুনতে হয়েছে তৃতীয় র‌্যাঙ্কিংধারী গফকে। ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে জিতে পরের রাউন্ডে উঠেছেন নাভারো। বাংলাট্রিবিউন

২০ বছর বয়সী গফের বিদায়ে এখনও শেষ ইউএস ওপেন শিরোপা ধরে রাখা নারী হিসেবে টিকে থাকলেন ২০১৪ সালে এই কীর্তি গড়া সেরেনা উইলিয়ামস।

এই আসরে এর আগে ছেলেদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ডে বিদায় নেন। ১৮ বছরের মধ্যে এত আগে কখনও ছিটকে যাননি সার্ব তারকা। তার আগে নিউইয়র্কে ২০২২ সালের চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজ হেরে যান দ্বিতীয় রাউন্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়