শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি রিয়ালের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজে সান্তিয়াগো বার্নাব্যুতে ৮০ হাজার দর্শকের সামনে বরণ করে নেন ক্লিয়ান এমবাপ্পেকে। সেই সঙ্গে মঙ্গলবার (১৭ জুলাই) ফরাসি বিশ্বকাপজয়ীর হাতে তুলে দেওয়া হয় ৯ নম্বর জার্সি। সে সময় রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানও জড়িয়ে ধরেন স্বদেশী এমবাপ্পেকে।-বিবিসি

এমবাপ্পেকে পেতে কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছিল রিয়াল। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি থাকায় ফরাসি স্ট্রাইকারকে পায়নি রিয়াল। অবশেষে এমবাপ্পে যোগ দেওয়ায় শক্তি আরো বৃদ্ধি পাবে কার্লো আনচেলোত্তির শিষ্যদের।

কিলিয়ান এমবাপ্পে বলেছেন, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় আমার শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি। এই দিনটা আমার জন্য অবিস্মরণীয়। ফ্লোরেনতিনো পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই। আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই। আমি সুখী, আমি সত্যিই সুখী। এখানে আসতে পেরে অবাস্তব মনে হচ্ছে। আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি। আর আজ সেই স্বপ্ন এখন সত্যি।

রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন ২৫ বছর বয়সী এই ফ্রেঞ্চ সুপারস্টার। তিনি আরো বলেন, আমি এখন ক্লাবের আশার প্রতিফলন ঘটাতে চাই, পৃথিবীর সেরা ক্লাবটির। আমি রিয়াল মাদ্রিদ ও এই লোগোটির জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত।

মঞ্চের আয়োজন শেষ করার আগে গ্যালারির সব সমর্থককে একসঙ্গে নিয়ে ‘হালা মাদ্রিদ’ স্লোগান দেন এমবাপ্পে। এরপর সমর্থকদের কাছে গিয়ে হাত মেলান। সবশেষে নিজের সই করা বেশ কিছু ফুটবল লাথি মেরে ভক্তদের উদ্দেশ্যে পাঠান।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়