শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বোচ্চ গোলদাতায় মেসি দ্বিতীয় স্থানে

মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি আরো একটা মাইলফলকে পৌঁছালেন। আন্তর্জাতিক ফুুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই আর্জেন্টাইন তারকা। ১০৮ গোল করে ইরানের আলী দায়ির সঙ্গে এতদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানটি ভাগাভাগি করছিলেন মেসি। এখন আর ভাগাভাগি নয়, দায়িকে পেছনে ফেলে মেসি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দায়ি তৃতীয় স্থানে চলে গেছেন। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করে শীর্ষে রয়েছেন পতুর্গালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩০ গোল তার। এই সংখ্যাটা আরো বাড়ানোর সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো গোল করতে না পারায় ১৩০ গোলে থেমে আছে তার গোলসংখ্যা।

বুধবার কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মেসি তার ক্যারিয়ারের ১০৯তম আন্তর্জাতিক গোল করেছেন। অনেকটা ভাগ্যের ছোঁয়ায় এ গোলটির মালিক হয়েছেন তিনি। এবারের কোপায় এ ম্যাচের আগ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি মেসি। 

ম্যাচের ৫১ মিনিটে করা মেসির গোলটির মালিক হতে পারতেন এঞ্জো। তার শটে মেসি কোনোমতে পা ছুঁয়ে দিয়ে গোলটির মালিকানা নিয়ে নেন। তার এ গোল নিয়ে কানাডার খেলোয়াড়দের আপত্তির শেষ ছিল না। তারা মেসির বিরুদ্ধে অফসাইডের অভিযোগ এনেছিলেন। কিন্তু রেফারি ভিএআর দেখে তার সিদ্ধান্তে অটল থাকেন।

১৮৬ ম্যাচে ১০৯ গোল করেছেন মেসি। ১৩০ গোল নিয়ে সবার উপরে থাকা রোনালদো খেলেছেন ২১২ ম্যাচ।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়