শিরোনাম
◈ সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ১৩০ জনের মনোনয়ন প্রত্যাহার ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু সোমবার ◈ প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর দাফন সোমবার ◈ লু’র সফরে আগ্রহ নেই বিএনপির, বৈঠকও হবে না ◈ ভারতে মুসলিমদের সংখ্যাবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিতর্কিত প্রতিবেদন ◈ আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে: রিজভী ◈ সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনে গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন ◈ স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া ◈ জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান: আপিল বিভাগ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৪, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৪, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা হাভ্রের বিপক্ষে ড্র, অপেক্ষা বাড়লো পিএসজির

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ান শিরোপার হাতছানিতে মাঠে নেমে লা হাভ্রের বিরুদ্ধে দুই দফায় পিছিয়ে পড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শেষ দিকের গোলে হার এড়াতে পারলেও, আপাতত লিগের মুকুট ধরে রাখা নিশ্চিত হলো না লুইস এনরিকের শিষ্যদের।

ঘরের মাঠে শনিবার (২৭ এপ্রিল) রাতে লিগ আঁর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে শিরোপাধারীরা। এই ড্রয়ে ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে মোনাকো।

ম্যাচের ১৯তম মিনিটে ক্রিস্টোফারের গোলে পিছিয়ে পড়ে পিএসজি। ১০ মিনিট পরেই অবশ্য গোল শোধ করে স্বাগতিকরা। কাছ থেকে ডান পায়ের শটে গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড বার্কোলা। যদিও সেই স্বস্তি তাদের বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২৯তম মিনিটে ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ুর গোলে ফের এগিয়ে যায় হাভ্রে।

বিরতির পর উসমান দেম্বেলেকে তুলে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপেকে নামান কোচ এনরিকে। তবে আক্রমণের তেমন ধার ছিল না। উল্টো ৬১তম মিনিটে আব্দুলাই তুরের স্পট কিকে ৩-১ গোলে এগিয়ে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা জাগায় হাভ্রে। সূত্র: বিডিনিউজ

কিন্তু ৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে পিএসজিকে লড়াইয়ে রাখেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। শেষ দিকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হেডে দলকে কাক্সিক্ষত গোল উপহার দেন বদলি ফরোয়ার্ড গনসালো রামোস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়