হাসিব খান : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে টঙ্গীর সুরতরঙ্গ রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী জুলহাস ও সায়েম টঙ্গীর রসুলবাগ এলাকার জিলু মিয়া এবং আউচপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ইয়াকুব আলী ।
এসআই জানান,সুরতরঙ্গ রোডের মাথায় একটি দোকানের বিলবোর্ড নামাতে যেয়ে দুজন বিদ্যুৎপৃষ্ট হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টঙ্গী আহসানউল্লাহ মাস্টার হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক ডাঃ মাকসুদা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :