মিনহাজুল আবেদীন: বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের স্বার্থে ৭ দিনের জন্য ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে জাতীয় পার্টির সকল সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক আদেশে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করার আগে নির্দেশনা দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ ভালো নেই। বন্যায় রংপুর ও সিলেট বিভাগসহ উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। তাদের মাঝে খাদ্য নেই, বিশুদ্ধ পানি নেই, জীবন রক্ষাকারী অসুধ নেই, শিশু খাদ্য নেই। এমন বাস্তবতায়, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা না করে গণমানুষের পাশে দাঁড়ানোই উত্তম। জাগোনিউজ ২৪
জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষকে সার্বিক সহায়তা করতে নির্দেশ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পাশাপাশি জাতীয় পার্টি গঠিত ত্রাণ বিতরণ কমিটিকে সার্বিক সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। যুগান্তর
আপনার মতামত লিখুন :