বিশ্বজিৎ দত্ত: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম ও তার মেয়ে তানিয়া আমীর কুষ্টিয়ার দুটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের পক্ষে একজন প্রতিনিধি গত রোববার দুপুরে দলের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সূত্র: প্রথম আলো।
[২] ব্যারিস্টার আমীর–উল ইসলাম কুষ্টিয়া-৩ (সদর) ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
[৩] কুষ্টিয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ।
[৪] তানিয়া আমীর বলেন, তারা মনোনয়ন ফরম কিনেছেন। এ বিষয়ে মঙ্গলবার জানানো হবে।
[৫] এদিকে আইনজীবী বাবা ও মেয়ের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনায় জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম বলেন, জেলায় দলীয় কোনো কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। কেন্দ্রেও তাদের কোনো সম্পৃক্ততা নেই। হঠাৎ কেন তারা মনোনয়ন ফরম কিনলেন, সেই জবাব তারাই ভালো দিতে পারবেন। সম্পাদনা: রাশিদ
আপনার মতামত লিখুন :