শিরোনাম
◈ (৬ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস ◈ যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ◈ এস আলমমুক্ত ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার ◈ ‌‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে’ (ভিডিও) ◈ খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’  ◈ মুক্তির পর বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত দ্বিতীয় স্ত্রী, যা বললেন  ◈ সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ  ◈ আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা ◈ দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১২:৪৮ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ব্যারিস্টার আমীর ও তাঁর মেয়ে তানিয়া

বিশ্বজিৎ দত্ত: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম ও তার মেয়ে তানিয়া আমীর কুষ্টিয়ার দুটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের পক্ষে একজন প্রতিনিধি গত রোববার দুপুরে দলের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সূত্র: প্রথম আলো।

[২] ব্যারিস্টার আমীর–উল ইসলাম কুষ্টিয়া-৩ (সদর) ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

[৩] কুষ্টিয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ।

[৪] তানিয়া আমীর বলেন, তারা মনোনয়ন ফরম কিনেছেন। এ বিষয়ে মঙ্গলবার জানানো হবে।

[৫] এদিকে আইনজীবী বাবা ও মেয়ের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনায় জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম বলেন, জেলায় দলীয় কোনো কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। কেন্দ্রেও তাদের কোনো সম্পৃক্ততা নেই। হঠাৎ কেন তারা  মনোনয়ন ফরম কিনলেন, সেই জবাব তারাই ভালো দিতে পারবেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়