শিরোনাম
◈ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত ◈ বৃহস্পতিবার থেকে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ◈ মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮ ◈ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন ড. ইউনূস ◈ আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে: রিজভী ◈ দ্বিতীয় দফায় ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি   ◈ আওয়ামী লীগের সঙ্গে জোট হবে না, জানালেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু ◈ টাইপিংয়ে ভুলের কারণে সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ◈ ঢাকার রিকশা ও রিকশাচিত্র পেল ইউনেস্কোর স্বীকৃতি ◈ সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমিয়েছে বাজুস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১২:৪৮ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ব্যারিস্টার আমীর ও তাঁর মেয়ে তানিয়া

বিশ্বজিৎ দত্ত: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম ও তার মেয়ে তানিয়া আমীর কুষ্টিয়ার দুটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের পক্ষে একজন প্রতিনিধি গত রোববার দুপুরে দলের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সূত্র: প্রথম আলো।

[২] ব্যারিস্টার আমীর–উল ইসলাম কুষ্টিয়া-৩ (সদর) ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

[৩] কুষ্টিয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ।

[৪] তানিয়া আমীর বলেন, তারা মনোনয়ন ফরম কিনেছেন। এ বিষয়ে মঙ্গলবার জানানো হবে।

[৫] এদিকে আইনজীবী বাবা ও মেয়ের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনায় জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম বলেন, জেলায় দলীয় কোনো কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। কেন্দ্রেও তাদের কোনো সম্পৃক্ততা নেই। হঠাৎ কেন তারা  মনোনয়ন ফরম কিনলেন, সেই জবাব তারাই ভালো দিতে পারবেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়