রিয়াদ হাসান: ভিসা নীতির পর সরকার দিশেহারা হয়ে এমন ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।
মঙ্গলবার (৬ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবরের বিরুদ্ধে ফরময়াসি সাজা বাতিল, গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
আহমেদ আযম খান বলেন, সরকার বলছে আমেরিকা ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ করছে। আমরা ভিসা নীতিকে স্বাগত জানাই। আমরা সুষ্ঠু ভোটের বিরুদ্ধে নই। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। এখন সরকার শুধু অবৈধভাবে ক্ষমতার টিকে থাকার জন্য আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে জনগণকে বিপদে ফেলতে চায়। তা জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, আজকে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে আওয়ামী লীগ, তারা সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের আশে পাশে তারা নেই। জোড় করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সমস্ত সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খান বলেন, শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়া দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সম্পূর্ণ রাজনৈতিক প্রতি হিংসা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা বন্দি করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হচ্ছে। বিচারপতিদের আমি বলব, সকল ফরমায়েশি সাজা বাতিল করে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে মুক্তি দিন।
সভাপতির বক্তব্য ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, সরকার দেশ বিদেশে জনবিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিচ্ছে। গ্রেপ্তার করে, সাজা দিয়ে শেষ রক্ষা হবে না। সরকারের পতন নিশ্চিত।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/টিএবি/এএ
আপনার মতামত লিখুন :