শিরোনাম
◈ উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন শাকিবের আইনজীবী ◈ ১৪ বছরে উন্নয়ন প্রকল্পেই দুর্নীতি হয়েছে ৫১ হাজার কোটি টাকা: টিআইবি ◈ ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন ◈ ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও’: রাতভর গুজব ◈ সিগারেটের শেষাংশ জমিয়ে শত কোটি টাকার মালিক ! (ভিডিও) ◈ অর্থের অভাবে গুলিবিদ্ধ স্বামীকে সুস্থ করতে সন্তান বিক্রি স্ত্রীর ◈ ইউনূস সরকারের পাশে আছে যুক্তরাষ্ট্র : মিলার ◈ হাইকোর্টের ২৩ বিচারপতি শপথ নিলেন ◈ এরা কারা কালো পতাকা নিয়ে মাঠে? একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ◈ ওয়ানডে ক্রিকেটও বেশিদিন খেলবেন না  মাহমুদউল্লাহ রিয়াদ

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৫:০২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৩, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা

রিয়াদ হাসান: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনজন ব্যাংক কর্মকর্তা। তারা হলেন, এবি ব্যাংকের কর্মকর্তা এস এম মুসা করিম, ওবায়দুর রশীদ ও এমরান আহমেদ। সূত্র: বাসস

সোমবার (২৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার (৩০ মে) দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জনের মধ্যে ছয়জনের সাক্ষ্য শেষ হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেন দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা।

মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ইকবাল মান্দ বানুকে মামলা হতে অব্যাহতি দেওয়া হয়। 

এরআগে ২০২২ সালের ১ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে ‘পলাতক’ তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের ১৩ এপ্রিল তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়