শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১০:৪১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনে যোগ দিতে ফরিদপুরে কেন্দ্রীয় নেতারা

এসএম আকাশ, ফরিদপুর: আগামিকাল (২৭ মে) শনিবার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদিতে ঢাকা থেকে  ফরিদপুর এসে পৌছেছেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান।

প্রধান বক্তা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান (নান্নু)। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের  সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। 

আগত অতিথিদেরকে বরন করে নেন আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী আব্দুস সোবহান ও সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া।

সম্মেলনটি ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে হওয়ার কথা থাকলেও নেতাকর্মীদের উপস্থিত বেশি হওয়ার কারনে শেষ পর্যন্ত স্থান পরিবর্তন করে জনতা ব্যাংকের মোড়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে  আশপাশের এলাকা ছেয়ে গেছে বর্ণীল ব্যানার ও ফেস্টুনে। শহরের প্রবেশ পথে বানানো হয়েছে বিশাল আকারে একাধিক আলোকসজ্জা গেট।

আজ শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় ঢাকা থেকে আগত অতিথিদের নিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী আব্দুস সোবহান সম্মেলনস্থলের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সদস্য সচিব ফরিদ মিয়া সহ জেলা উপজেলার অধিকাংশ নেতাকর্মীরা।

এরপর তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইসতিয়াক আরিফের সাথে।

সাধারণ নেতাকর্মীরা বলছেন, ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের পরে এই সর্বপ্রথম আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে এতো বড় আয়োজন করা হচ্ছে। আর এই সবই সম্ভব হচ্ছে শুধুমাত্র আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মানবতার ফেরিওয়ালা খ্যাত পরোপকারী কাজী আব্দুস সোবহানের জন্য।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করবেন, বাংলাদেশ আওয়ামী  মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। প্রধান বক্তা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। 

বিশেষ অতিথি হিসেবে যারা থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ। আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক।। সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইসতিয়াক আরিফ। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক। আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি শ্রী শ্যামল কুমার ব্যানার্জী। আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন। আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এ. কে আজাদ | আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান।

আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার  যুগ্ন সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান (নান্নু)। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুস সোবহান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন, আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া।

কাজী আব্দুস সোবহান বলেন, সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষের দিকে। সম্মেলনে খাবার পানি, মেডিকেল ক্যাম্প ও জরুরি সেবায় ১টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তায় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়