শিরোনাম
◈ বিএনপির অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি: তথ্যমন্ত্রী ◈ বালাইনাশক প্রতিষ্ঠানের কর্মী ২ দিনের রিমান্ডে   ◈ কেউ গাছ কাটলে তার হাত কেটে দেব-এটা আমার ম্যাসেজ: মেয়র আতিক ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত  ◈ বিশ্ব দরবারে বিএনপি দেশ ও জনগণের মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে: ওবায়দুল কাদের ◈ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ◈ বৃহস্পতিবার দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির ◈ কারাগারে দ্রুত চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ হাইকোর্টের ◈ যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে অবিচল রয়েছে: অ্যাডমিরাল কিরবি ◈ অভিযোগের জবাব দিতে দুদকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়নের মধ্যদিয়েও দুর্বিসহ চাপা কান্নায় সাধারণ মানুষ: এনডিপি

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি

মনিরুল ইসলাম: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে এসেও আমরা আমাদের অধিকারের কথা বলতে হয়। এখনও বাজারে গেলে চুপি চুপি এদিক ওদিক তাকিয়ে কম বাজার করতে হয়। চারিদিকে ব্যাপক উন্নয়নের মধ্যদিয়েও কোথায় যেন দুর্বিসহ চাপা কান্নায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ছে। এখান থেকে জাতিকে মুক্তি না দিলে স্বাধীনতার অর্জন ম্লান হয়ে যাবে। 

তিনি বলেন, আমরা ১৯৭১ সালে এই জন্য যুদ্ধ করিনি। মানুষের ভোট ও ভাতের অধিকার এটি সাংবিধানিক অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। 

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি জাতির জনক বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা। জাতি আপনার দিকে তাকিয়ে থাকে। আপনি যদি ভুল করেন তাহলে এই মাশুল অন্য কেউ দিতে পারবে না। সকল রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প কোন পথ খোলা নেই। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পার্টির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, রমজান এলেই দ্রব্যমূল্যের উর্ধগতি লাগামহীন হয়ে পরে, এ যেন দেখার কেউ নেই? 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, মহিলা শাখার সদস্য সবিচ রওশন আরা পারভীন মিলি, দপ্তর সম্পাদক আরকে রিপনসহ প্রমুখ।

আলোচনা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং সম্প্রতি এক্সপ্রেসওয়ে বাস খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য এনডিপির সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানান।

এমআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়