শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো শর্ত ছাড়াই এ সরকারকে পদত্যাগ করতে হবে : নজরুল ইসলাম

নজরুল ইসলাম

শেখ দিদারুল, আহমেদ রাকিব: সরকারে পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপিসহ সমমনা দলগুলো। এরই অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়ক অনুষ্ঠিত হয় বিএনপির বিভাগীয় সমাবেশ ।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু বিভাগীয় সমাবেশ। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাজীর দেউরি মোড়ে  জড়ো হন চট্টগ্রাম  বিভাগের নেতাকর্মীরা।

সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন জেলা পর্যায়ের নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান,জয়নাল আবেদীন ফারুকসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথি বক্তব্যে  কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান বলেন, জনবিচ্ছিন্ন এ সরকারের বিরুদ্ধে আর কোনো দফা দিয়ে হবে না, এখন একদফার আন্দোলনে রয়েছে দেশের জনগণ। কোনো শর্তছাড়াই পদত্যাগ করে এ সরকারকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এখানে মায়াকান্না, গল্প কিংবা আর কোনো হামলা মামলায় চলমান আন্দোলন স্তব্দ করা যাবে না বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, জয়নাল আবেদীন ভিপি  প্রমুখ।

তিনি আরও বলেন, নিলর্জ এ সরকার পদত্যাগী এক নেতা আব্দুস সাত্তারকে জেতাতে যে হাস্যরসের সৃষ্টি করেছে তা এ সরকারের অন্তসারশূণ্যতারই বহিঃপ্রকাশ। হিরো আলমের কাছেও যাদের অবস্থা গুরুচরণ তারাই এদেশে উন্নয়নের সবক দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। অর্থ পাচার, দুর্নীতি আর সন্ত্রাসীদের জনক আওয়ামী লীগ এখন দিশেহারা। তারা জনস্রোত দেখলেই পাগল হয়ে যায়। মিথ্যা মামলা, হুলিয়া আর প্রপাগান্ডা দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না, সেটা বুঝতে পেরেই আজ তারা পাগল প্রায়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়