সঞ্চয় বিশ্বাস: জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয়টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এই ছয়টি আসনে উপ-নির্বাচন কেন্দ্রে কোনো ভোটার নেই। পুলিশ আজ মাইকিং করে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে ডাকছে। এটাই এ সরকারের অধীনে নির্বাচনের প্রকৃত চিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাগোনিউজ
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে বিএনপির গণ-পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এ পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষা। আজকে আমি মুগদা থেকে হেঁটে আসলাম। রাস্তায় মানুষের এত ভিড় যে, সুই ফেলারও জায়গা নেই।
মির্জা আব্বাস আরও বলেন, তারা আমাদের বলেন, বিএনপি-জামায়াত। আমি বলি, আওয়ামী-জামায়াত। আমরা চিৎকার করলেও আওয়ামী লীগ ভয় পায়। আমরা চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। তারা টের পেয়ে গেছে বেশি দিন আর ক্ষমতায় নেই। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা প্রয়োজনে কঠোরও হতে জানে। এ সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না। শেখ হাসিনার সরকার আগে বলেছেন, ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু এখন দিচ্ছেন উপদেশ।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অসুস্থতার কারণে আদালতে আনা যায়নি জানিয়ে তিনি বলেন, যদি আর দু-একদিন জেলে থাকতাম, তাহলে আমাদেরও রিজভীর মতো অবস্থা হতো।
এসবি২/এনএইচ
আপনার মতামত লিখুন :