শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক রিপোর্ট: গণতন্ত্র পুনরুদ্ধার' এবং ১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী ২৮ জানুয়ারি শাহজাদপুর থেকে মালিবাগের আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০নং গোলচত্বরে পদযাত্রা করবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি পদযাত্রা করবে যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি বুধবার মুগদা থেকে মালিবাগ পদযাত্রা করবে। 

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক  আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির চলমান আন্দোলনকে আরও জোরদার করতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশের সব বিভাগীয় শহরে একযোগে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। ৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা বিএনপির৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা বিএনপির

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাবেশের ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পাদনা: খালিদ আহমেদ

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়