শিরোনাম
◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান ◈ শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ ◈ বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের ◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন?

বিবিসি বাংলা: বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। এখন থেকে তিনি এসএসএফ’র সিকিউরিটি পাবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।
 
এদিকে দুপুর ২টা ২০ মিনিটে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব শুরু করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
 
এসএসএফ নিরাপত্তা পাবেন কী তারেক রহমান

সরকারের এমন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে খালেদা জিয়ার পাশাপাশি জিয়া পরিবারের সদস্যরাও এসএসএফ নিরাপত্তা পাবেন কি না।

এসএসএফ অধ্যাদেশ অনুযায়ী, ‌অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শারীরিক নিরাপত্তা দেয়ার বিষয়টি বলা আছে। ওই একই অধ্যাদেশে ভিভিআইপি মানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়াও বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যেকোনো ব্যক্তির কথা বলা হয়েছে।
 
এ অবস্থায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া বিশেষ নিরাপত্তা পাওয়া শুরু করেছেন। তবে তারেক রহমানের বিশেষ নিরাপত্তা পাওয়া নিয়ে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বিবিসি বাংলাকে জানান, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেয়ার একটি প্রস্তাব সরকারকে দেয়ার পরিকল্পনা তাদের আছে।

তবে বিএনপির একাধিক সূত্রের দাবি, রাষ্ট্র বা সরকার ঘোষিত ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে, সেটি তার পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য হওয়ার কথা বলে তারা মনে করেন।
 
এখন খালেদা জিয়ার নিরাপত্তা সুবিধার আওতায় তার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানও এসএসএফ সুবিধা পেলে সেটি তার ঢাকায় বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকেই কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে তিন ধরনের বিশেষ ব্যক্তি আছেন- ভিভিআইপি, ভিআইপি ও সিআইপি। এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপি নির্ধারণ করা হয় রাষ্ট্রীয় বিবেচনায় আর সিআইপি নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ড। দেশের প্রধান দুই ভিভিআইপি হলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তাদের নিরাপত্তায় বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কাজ করে থাকে।
 
এছাড়া রাষ্ট্র কাউকে ভিআইপি ঘোষণা করলে তার ক্ষেত্রেও নিরাপত্তা দেয় এসএসএফ। এসএসএফকে বিনা পরোয়ানায় গ্রেফতার বা নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে গুলি চালানোর মতো ক্ষমতা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়