শিরোনাম
◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যারা একসময় বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে আবার দেশের শাসনভার দাবি করতে পারে : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর উদ্দেশ্য করে বলেছেন,যারা একসময় বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে আবার দেশের শাসনভার দাবি করতে পারে? তারা ধর্মের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে এবং স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। তারা মনে করছে, আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু আসলে সব আওয়ামী লীগ দেশপ্রেমিকদের ভোট দেবে।

তিনি বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। 


আজ মঙ্গলবার  রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরোনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তি কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে, তা-ই করা হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি  বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবেচিন্তে করেছেন। বিশাল নির্বাচনি যাত্রাপথে নেমেছি। সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, দেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে ঠিক করে কারা দেশ চালাচ্ছে, তা স্পষ্ট নয়। সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু কী সংস্কার করা হলো, তা বোঝা যাচ্ছে না। বেকার সমস্যা বেড়েছে, মানুষের জীবনের চাপ বৃদ্ধি পেয়েছে, ঢাকায় ফুটপাতের দোকানও বাড়ছে, কিন্তু সরকারের দৃষ্টি সেগুলোর দিকে নেই। দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। এদিকে কি সরকারের খেয়াল আছে। পরিস্থিতি দেখে তো তা মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়