শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১১:০৪ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইশরাক হোসেন: “লুটপাট, টেন্ডার-বজি ও বদলী-বজি যারা করেছে—তাদের ছেঁটে দিতে হবে; এনসিপিকে সুস্থ ধারার রাজনীতি করতে হবে”

মনিরুল ইসলাম: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগে এনসিপির নেতৃত্বে যারা ছিলেন, তাকে তিনি ভক্ত ছিলেন এবং আশা করেছিলেন তারা বিপ্লবী চরিত্রের দল হবে। কিন্তু পরে দেখে যাচ্ছেন—ক্ষমতার কাছে আপোশের কারণে তাদের মধ্যে একই ধরনের আচরণ অনুকরণ হচ্ছে। আগে আওয়ামী লীগ যেসব কুরূপ চর্চা করত—লুটপাট, টেন্ডার-বজি ও বদলী-বজি—এখন সেখানে দলের কিছু নেতাও জড়িত হতে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, এসব অনিয়মে যুক্ত নেতাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ ধারার রাজনীতি করবে।

রোববার বিকেলে রাজধানীর গোপীবাগে সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কুতাইয়ালী ও গেন্ডারিয়া থানা কেন্দ্রীয় শ্রমিক দলের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভূইয়া।

জামায়াতকে নিয়েও মন্তব্য করে ইশরাক বলেন, আমরা একই আন্দোলনে রয়েছি কিন্তু এখন কিছু দল শুধুই ক্ষমতার লোভে জনগণের সামনে ভিন্ন দাবি নিয়ে আসছে। তিনি প্যারোল-রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিকে দেশের জন্য, জনদলের জন্য ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

ইশরাক বলেন, ৫ আগস্টের পর দলের কিছু বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ১৭ বছর ধরে যে লড়াই করেছি—ফুটপাত বা বাজার দখল করার জন্য নয়, স্বাধীনতার জন্য লড়াই করেছি। হাসিনার আমলে মানুষ মুখ খোলারও সাহস পেত না; তৃতীয় শ্রেণীর নাগরিকের মত ব্যবহার করা হতো।’ তিনি বর্তমান আওয়ামী লীগকে কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘এরা শুধু একটি রাজনৈতিক দল নয়; আমাদের কাছে এরা অপরাধমূলক এবং দেশের বিরুদ্ধে কাজ করেছে’—এমন অভিযোগ করেন তিনি।

বক্তৃতার এক পর্যায়ে ইশরাক দাবি করেন, গত জুলাইয়ের আন্দোলনে রক্ত ঝরিয়ে দেশ স্বৈরাচারমুক্তির পথে এগিয়েছে। যারা প্রাণ দিয়েছে, তারা অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে আত্মবলিদান দিয়েছেন—তাদের ত্যাগ ব্যর্থ হতে দিতে পারি না, এজন্য ঐক্য বজায় রাখতে হবে বলে তিনি জানান।

সভায় দলের অন্দরের শৃঙ্খলা, নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া ও সামনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়