শিরোনাম
◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী ◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স ◈ এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল ◈ যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির দাবি— ১৫০ আসনে জয়ের সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আমরা যেসব সার্ভে করেছি, আমাদের ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাটওয়ারী বলেন, জেলা সমন্বয়কারী প্রধানরা যারা আছেন, আমরা তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থীতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।

এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয় আমরা জানি।

ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাহিত প্রতীকটিও যেন থাকে এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।

পরে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম, ৩০০ আসনে জয়ের চেষ্টা করবো। কিন্তু প্র্যাক্টিক্যালি চিন্তা করলে, আমাদের ১৫০ আসনে জেতার মতো কনফার্ম সিচুয়েশন আছে।

অন্যান্য দলের সঙ্গে জোটের বিষয়ে করা প্রশ্নে তিনি বলেন, যেহেতু বর্তমান রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে—একটা ইসলামিক ব্লক, অলরেডি হয়েছে গেছে। বিএনপির নেতৃত্বে একটা ব্লক হয়েছে। আর আমাদের নেতৃত্বে আরেকটা ব্লক হচ্ছে। আমরা বিএনপি না, জামায়াত না, তাই তাদের ব্লকে যাচ্ছি না। আমরা স্বতন্ত্র, এখনো কথা বার্তা-চলছে। যখন আমরা সম্পন্ন করবো দেশবাসীকে ফাইনাল মেসেজ জানাবো।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের যতোগুলো ব্যানার আছে, সবগুলোকে আমরা একীভূত করছি একটা জায়গায়। বৃহত্তর তরুণদের একটা অ্যালায়ান্স আসতেছে। আমরা শুরুতেই বলেছিলাম, এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০টা আসন থাকবে, ইনশাআল্লাহ। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়