শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচনায় শেখ হাসিনা ও রেহানার ৫২ বছর পুরনো ব্যাংক লকার, কি আছে এতে?

দিনভর আলোচনায় ছিল শেখ হাসিনা ও শেখ রেহানার ৫২ বছরের পুরানো লকার। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক কোম্পানি আইনে শেখ হাসিনার উপস্থিতি ছাড়া লকারটি ভাঙার সুযোগ নেই। তবে বিশেষ কারণে, আদালতের আদেশে ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পূর্ব ঘোষণা দিয়ে ভাঙতে হবে লকারের তালা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে লকারটি ১৯৭৩ সালে খোলা হয়। ব্যাংক ট্রেজারিতে দেখা যায়, ৫২ বছর ধরে নির্দিষ্ট মেয়াদ পর পর সচল রাখা হয়েছে লকারটি। শেখ হাসিনার সর্বশেষ ট্যাক্স ফাইলেও লকারটির তথ্য ছিল।

 বুধবার (১০ সেপ্টেম্বর) লকারটির খোঁজ নিতে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় এনবিআর। তবে গত মার্চে লকারটিসহ শেখ হাসিনার ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ফ্রিজ করার নির্দেশ দেয় বিএফআইইউ। ফলে একটি সংস্থার তদন্ত চলাকালে অন্য একটি সংস্থার জব্দ বা ভাঙার নিয়ম না থাকায় শুধু তথ্য নিয়েই ফিরে যায় এনবিআর।
 
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনে ব্যক্তি জীবিত থাকার সময় অন্য কারো লকার ভাঙা বা খোলার এখতিয়ার নেই। তবে কোনো সংস্থার আইনে জব্দ বা ভাঙার এখতিয়ার থাকলে আদালতের নির্দেশে পূর্বঘোষণা দিতে হবে। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেট, রেগুলেটরি অথরিটি ও সাক্ষীদের।
  
সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের তথ্যমতে, জব্দ করা ১২৮ নম্বর লকারটির দুটি চাবির মধ্যে একটি রয়েছে শেখ হাসিনার কাছে। ব্যাংকটিতে শেখ হাসিনার অ্যাকাউন্টে ১২ লাখ এবং শেখ রেহেনার সঙ্গে যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে।
 
বিএফআইইউর তথ্য বলছে, এখন পর্যন্ত হাসিনাসহ তার পরিবারের ফ্রিজ করা হিসাবে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা রয়েছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়